খানসামার আলতাফ হোসেন শ্রেষ্ট কৃষি উদ্যোক্তা পুরস্কারে ভূষিত।
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার ৪ ইউনিয়নের খামারপাড়া গ্রামের উদীয়মান তরুণ আলতাফ হোসেন সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হন। গত ১৫ এপ্রিল শনিবার ঢাকা, গুলশানের ওয়েস্টিন হোটেলের সাড়ম্বর এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। সূত্র জানায়, “দ্বাদশ তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার” বিতরনী অনুষ্ঠানে তিনি ২য় পুরস্কার পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেউদ্দীন আহমেদ এবং ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী সহ বাংলাদেশের গন্যমান্য আরো অনেক ব্যক্তি।
সারা বাংলাদেশের কৃষকদের মধ্যে মাত্র তিনজন এই পুরস্কারের জন্য মনোনীত হন। তার মধ্যে আলতাফ হোসেন ২য় পুরস্কার অর্জন করেন। খানসামার আলতাফ প্রথম যিনি এই পুরস্কার লাভ করে দিনাজপুর তথা সমগ্র রংপুর বিভাগকে গর্বিত করেছেন। তার নিরলস শ্রম এবং প্রচেষ্ঠা দিনাজপুর সহ উত্তরবঙ্গে মাইল ফলক হয়ে থাকবে।