বাসাইলে শাহীন স্কুলের পরিচালকের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
এ কে বিজয়, বাসাইল(টাঙ্গাইল), বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শাহীন স্কুলের টাঙ্গাইলের বাসাইল শাখার পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ফুঁসে উঠেছে অত্র বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঐ শিক্ষিকা সুষ্টু বিচার পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ওই শিক্ষিকা বাসাইল প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক বরাবরে একটি অভিযোগ দিয়েছেন।
ওই শিক্ষিকা বলেন, বিভিন্নভাবে আব্দুর রশিদ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। স্কুলের ভিতরেও বিভিন্ন সময় স্পর্শ কাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করেছে।
গত কয়েকদিন আগে বাসাইল পশ্চিমপাড়া আমার ভাড়া করা বাসায় আব্দুর রশিদ পুলিশে তারা করেছে এমন কথা বলে ঘরের দরজা খুলতে বলে। পরে তার কথায় ঘরের দরজা খুলি, তখন আমার দুই সন্তান জেগেই ছিল। কয়েক মিনিট পর তাকে চলে যেতে বললে তিনি যায়নি। কিছুক্ষণ পর আমার সন্তানেরা ঘুমিয়ে পড়ার পর আমাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করলে আমি লোকজন ডাকার কথা বললে তিনি চলে যায়। পরের দিন থেকে স্কুলে আমার উপর জুলুম অত্যাচার শুরু করে। জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে চাকুরী থেকে অব্যহতি পত্র লিখে প্রতিষ্ঠানের অন্য পরিচালক আওলাদ হোসেনের কাছে জমা দিয়ে চলে আসি।
ওই বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী জানান, গত বছরও ওই বিদ্যালয়ের আরেক পরিচালক অন্য এক শিক্ষিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এ নিয়ে বাসাইল থানায়ও মামলা হয়েছিল। আবার একই ঘটনা- আজকে এই শিক্ষিকাকে, আরেকদিন আমার মেয়েকে কিংবা ছাত্রীকে এমন অশুভ আচরণ যে ঘটাবেন না, তার নিশ্চয়তা নেই। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা উক্ত অভিযোগ তদন্ত করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বাসাইল শাহীন স্কুলের ভবন মালিক মফিজুর রহমান মফিজ বলেন, ঘটনাটি শুনেছি।
এ ব্যাপারে অভিযুক্ত বাসাইল শাহীন স্কুলের পরিচালক আব্দুর রশিদ বলেন, এ অভিযোগ মিথ্যা, কেউ আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।