আমদের কণ্ঠ ও অধিকার.নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকায় ০১ ডিসেম্বর ও অনলাইন নিউজ পোর্টাল অধিকার.নিউজে ৩০ নভেম্বর “রেলমন্ত্রীর ভাতিজা পরিচয়ে নারী ধর্ষণঃ থানায় অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে কামরুজ্জামান জুয়েলকে অভিযুক্ত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কামরুজ্জামান জুয়েল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত মনছুর আলীর পুত্র।
জুয়েল আমাদের কণ্ঠ ও অধিকার.নিউজে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ প্রদান করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী জুয়েল উল্লেখ করেন, আমাদের কণ্ঠ ও অধিকার.নিউজে “রেলমন্ত্রীর ভাতিজা পরিচয়ে নারী ধর্ষণঃ থানায় অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা আমার দৃষ্টিগোচর হয়। সেখানে আমাকে ও বর্তমান সরকারের মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মহোদয়কে চাচা-ভাতিজা বলে সম্বোধন করা হয়। যা সম্পূর্ণ বানোয়াট। মাননীয় রেলমন্ত্রী মহোদয় আমার এলাকার সাংসদ হওয়ায় আমি ওনাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করি। তার সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নেই। রেলমন্ত্রী মহোদয়ের নাম ব্যবহার করে বা নিজেকে আত্মীয় পরিচয় দিয়ে কারো সাথে প্রতারণা বা ভীতি প্রদর্শন করার কোন প্রশ্নই আসে না। তাছাড়া আমার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তাও সম্পূর্ণ ভিত্তিহীন।
এই অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল আমার ও মাননীয় রেলমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তাই উক্ত সংবাদে আমাকে ও রেলমন্ত্রীকে নিয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।