সংসদ প্রাঙ্গণে এমপি লিটনের জানাজা সম্পন্ন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।

এর আগে সকাল পৌনে ১০টায় এমপি লিটনের মরদেহ সংসদ ভবনের চত্বরে আনা হয়। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। এর আগে জানাজায় ইমামতিও করেন তিনি।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় নিজ বাড়িতে গিয়ে দুর্বৃত্তরা এমপি লিটনকে গুলি করে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর রোববার এমপি লিটনের মরদেহ রংপুর পুলিশ লাইন্সে নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়। সংসদ ভবন প্রাঙ্গনে জানাজা শেষে এমপি লিটনের মরদেহ এখন পুনরায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!