সখীপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণসভা
আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের সখীপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণসভা মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন-কুকুর,বিড়াল, শিয়াল, বেজী এবং বানরের কামড় কিংবা আচঁড় থেকে সৃষ্ট জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ রোগে মৃত্যু হার শতভাগ। পৃথিবীতে প্রতি ১০ মিনিটে ১জন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। এর হাত থেকে বাচঁতে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে দেশের ৬৩টি জেলা সদর পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশন এবং ২২টি জেলার সকল উপজেলায় এ পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সংক্রামক রোগ নিয়ন্ত্রক(সিডিপি)’র কনসালটেন্ট ডা. রাশেদ আলী শাহ্, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওকিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর প্রমুখ বক্তব্য দেন।