শাহিন মামুন এর কবিতা – সত্য – মিথ্যা
সত্য-মিথ্যা
-শাহিন মামুন
সত্যকে যারা ধ্বংস করে
মিথ্যার ফুলছড়িতে
জেনে রাখো ওরা মিথ্যাবাদি
কাফির মুনাফিক এই পৃথিবীর বুকে।
মিথ্যার মাঝে সত্যকে যারা ধ্বংস করে এই পৃথিবীর বুকে
সত্যবাদিকে দাঁড় করায় মিথ্যার আদালতে
ধ্বংস হবে ওরাই একদিন খোদার সত্যের আদালতে।
সত্যবাদির সত্য কন্ঠ বাজিবে সদা দামামা
সত্যবাদির সত্যের শির মিথ্যার কাছেও সদা রবে উন্নত।
সত্য মোহাম্মদ- কৃষ্ণ,সত্য বৌদ্ধ যিশু
তাদের তরেই সত্য আমি ছুটি তাদের পিছু।
অর্থের তরে মিথ্যাকে যারা রটায় সত্য বলে
ধ্বংস হোক সেই সত্যবাদি মিথ্যার মায়াজালে।
মিথ্যাবাদির কাছে না হয় হলাম আমি মিথ্যে
কিন্তুু খোদার কাছে আমি সত্য সাত আসমান ভেদ করে।
যেদিন তুমি বুঝিবে হায় ওরে মিথ্যাবাদি
সত্য আমি,সত্যের সাধক ছিলে তুমিই মিথ্যে
মসজিদের শানে কপাল ঠেকিয়েও মুক্তি নাহি পাবে।