সুফিয়া আলমের কবিতা ।। সাধ
সাধ
—– সুফিয়া অালম
বড় সাধ জাগে –
বৃহৎ এই পৃথিবীটা একবার ঘুরে দেখতে
অারো সাধ জাগে,
সাগর জলে ডুবুরি হয়ে মুক্তো খুঁজে অান্তে,
অাকাশটাকে যদি পারতাম একবার ছুঁয়ে দেখতে।
বাতাসের সাথে মিশে গিয়ে অদৃশ্য হয়ে দুলতে,
ইচ্ছে করে মেঘ হয়ে চাঁদের সাথে লুকোচুরি খেলতে,
তারা হয়ে মিটমিটিয়ে অাকাশ বুকে জ্বলতে।
সূর্যটার ঐ খড়া তাপে না পুড়ে
পশ্চিমের নীল অাকাশে মনের সুখে হেলতে
ইচ্ছে করে বৃষ্টি হয়ে গড়িয়ে পরে
ভিজিয়ে দি এই প্রকৃতিকে।
ফুলের মাঝে ভোমরা হয়ে উড়ে উড়ে বসতে
সুঘ্রানে মাতাল হয়ে নেচে গেয়ে চলতে ,
ইচ্ছে করে স্বাধীন ভাবে অাপন মনে বাঁচতে
দুঃখগুলো ভুলে গিয়ে সুখ সাগরে ভাসতে,
চোখের জলে বুক না ভাসিয়ে খিল খিলিয়ে হাসতে।
থাকতো যদি এমন নিয়ম
মরবেনা কেউ সারা জীবন,
কেউ কাউকে ছেড়ে যাবেনা
বেঁচে রবে জনম জনম
ধন্য হতো তবেই জীবন।।