সিলেটে ধরা পড়লো সাড়ে তিনমণ ওজনের বাঘমাছ
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাছটি বিক্রির জন্য নগরজুড়ে মাইকিংও করা হয়। মাইকিং শুনে অনেকেই ছুটে আসেন মাছটি দেখতে। বাঘের মত ডোরা থাকায় বাঘাইড় মাছকে সিলেট অঞ্চলে বাঘমাছ বলে ডাকা হয়।
বুধবার(৪ সেপ্টেম্বর) সকালে নদীতে মাছটি ধরা পড়ে; বিকেলে তিনি এটি লালবাজারে নিয়ে আসেন। সিলেট অঞ্চলে যখনই কোন বড় আকৃতির মাছ ধরা পড়ে, তা লালবাজারে বিক্রির জন্য নিয়ে আসেন মখলিসুর রহমান। এজন্য তার বেশ খ্যাতিও রয়েছে। এর আগে গত ৫ মে প্রায় দেড় মণ ওজনের একটি বাঘ মাছ বিক্রি করেছিলেন তিনি।
তিনি বলেন, মাছের আকৃতি বিশাল হওয়াতে একা কেউ কিনতে চান না বা দামের কারণেও কিনতে পারেন না। এজন্য প্রতিবারই নগরীতে মাইকিং করা হয়। পরে কেটে কেজি দরে বিক্রি করা হয়। এতে অনেকেই বাঘ মাছের স্বাদ নিতে পারেন।