সিন্ডিকেট ও জঞ্জালমুক্ত প্রেসক্লাব গঠনের আহবান
আব্দুর রাজ্জাক বাচ্চু, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া শহরের অভিজাত খেয়া রেস্তোরাঁয় প্যানেল ও ইশতেহার ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া প্রেসক্লাবেক সাবেক দপ্তর সম্পাদক, বাংলাভিশন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকা ও বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার সহকারী সম্পাদক মতিউল আলম মধু। বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রামের সময় কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, দৈনিক মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী মোর্শেদ আলম মধু, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট জহুরুল হক চৌধুরী রঞ্জু, বাংলাদেশ টুডে‘র কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হামিদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের তিন বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ টয়েন্টি ফোর ডটকম ও বার্তা সংস্থা ইউএনবি’র কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কুষ্টিয়া দর্পণ’র সম্পাদক মজিবুল শেখ, নিউজ টয়েন্টি ফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের দুইবার নির্বাচিত সাবেক সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দি ডেইলী অবজারভার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক পিএম সিরাজুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও বাংলা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক পদে দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য সাপ্তাহিক রবি বার্তা’র সম্পাদক ডা: গোলাম মওলা, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, দৈনিক জনমতামত‘র সম্পাদক ইব্রাহীম হোসেন মিরাজ, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার খালিদ হাসান সিপাই, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ডালিয়া পারভিন, দৈনিক জনতার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ মাহামুদ, দৈনিক আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এস এম জামাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ এশিয়া মহাদেশের সাংবাদিকতার অন্যতম দিকপাল কাঙাল হরিনাথের জেলা কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি সংবাদপত্রের জেলাও বলা হয়ে থাকে। কেননা ছোট্র এই জেলা থেকে দৈনিক ও সাপ্তাহিক মিলিয়ে অন্তত ৫০ টির বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। সংবাদপত্রের পাশাপাশি এ জেলার সাংবাদিকদেরও বেশ সমৃদ্ধ ও গৌরবোজ¦ল ঐতিহ্য রয়েছে। জেলার উন্নয়নে এখানকার সংবাদপত্র ও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা প্রশংসার দাবি রাখে। সংবাদপত্র-সাংবাদিকতার মতই কুষ্টিয়া জেলার সাংবাদিকদের সর্ববৃহৎ মাতৃ সংগঠন হচ্ছে কুষ্টিয়া প্রেসক্লাব। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই কুষ্টিয়া প্রেসক্লাবের গৌরবোৎজ্জ্বল ঐতিহ্য রয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাব সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে অতীত ঐতিহ্য হারাতে বসেছে। ভুঁইফোড় সাংবাদিক সংগঠন আর অপসাংবাদিকতার ভিড়ে ঐতিহ্যবাহী ”কুষ্টিয়া প্রেসক্লাব” আজ চরম অস্তিত্ব সংকটে পতিত হয়েছে। সিন্ডিকেট চক্রের কবল থেকে কুষ্টিয়া প্রেসক্লাবকে রক্ষা করে সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দল-মত নির্বিশেষে সিন্ডিকেট মুক্ত সার্বজনীন প্রেসক্লাব প্রতিষ্ঠার জন্য আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার জন্য সম্মানীত ভোটারদের প্রতি উদত্ত আহবান জানানো হচ্ছে। সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যদের সম্মানীত সদস্যদের মধ্যে নূর মুর্শেদা ভায়োলিন, ডালিয়া পারভিন, ইফতানা ইয়াসমিন, স্বপ্না খাতুন, মফিজুর রহমান বাবু, আসলাম আলী, এস এম মাহাফুজ উর রহমান, এনামুল হক, নজরুল ইসলাম, ডা: মোকাদ্দেস হোসেন সেলিম, ফারুক হোসেন, হারুনার রশিদ, সোহেল রানা, সাইফুল্লা সালমান, রবিউল ইসলাম ইভান, আব্দুম মুনিব, সাইদুল ইসলাম, আহসান আলী বিশ্বাস, কাজী তুহিন, সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা থেকে সাংবাদিক নেতা সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধুরী করতালির মধ্য দিয়ে প্যানেল ঘোষণা করেন। সভাপতি পদে নাম ঘোষণা করা হয় প্রেসক্লাবের তিন বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ টয়েন্টি ফোর ডটকম ও বার্তা সংস্থা ইউএনবি’র কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল-মামুন সাগর। সহ-সভাপতি কুষ্টিয়া প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সহ-সভাপতি দৈনিক মাটির ডাক সম্পাদক লুৎফর রহমান কুমার এবং কুষ্টিয়াা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য সাপ্তাহিক রবি বার্তা’র সম্পাদক ডা: গোলাম মওলা, সাধারণ সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কুষ্টিয়া দর্পণ’র সম্পাদক মজিবুল শেখ, যুগ্ম সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য দি ডেইলী অবজারভার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক পিএম সিরাজুল ইসলাম এবং বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, কোষাধ্যক্ষ কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও বাংলা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য দৈনিক দেশতথ্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক ডা: মোকাদ্দেস হোসেন সেলিম। এছাড়াও নির্বাহী সদস্য পদে আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদের পক্ষে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাহী সদস্য পদে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক চৌধুরী মুরশেদ আলম মধু, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম, মাই টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক বাংলাভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকা ও বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ইব্রাহীম হোসেন মিরাজ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ডালিয়া পারভীন, দৈনিক নবচেতনা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মো: আহসান আলী বিশ্বাস এবং দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ-উর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রসঙ্গত আগামী ৯ অক্টোবর কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১০৬ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্যানেল ঘোষণার পরে আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদের পক্ষ থেকে ১১ দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নির্বাচনী ইশতেহার : সিন্ডিকেট মুক্ত সুস্থ ও পরিচ্ছন্ন সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, নবীণ-প্রবীণের সমন্বয়ে আধুনিক যুগোপযোগী প্রেসক্লাব বির্ণিমাণই আমাদের লক্ষ্য। দুটি কথা : বাংলাদেশসহ এশিয়া মহাদেশের সাংবাদিকতার অন্যতম দিকপাল কাঙাল হরিনাথের জেলা কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি সংবাদপত্রের জেলাও বলা যেতে পারে। কেননা ছোট্র এই জেলা থেকে দৈনিক ও সাপ্তাহিক মিলিয়ে অন্তত ৫০ টির বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। সংবাদপত্রের পাশাপাশি এ জেলার সাংবাদিকদেরও বেশ সমৃদ্ধ ও গৌরবোজ¦ল ঐতিহ্য রয়েছে। জেলার উন্নয়নে এখানকার সংবাদপত্র ও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা প্রশংসার দাবি রাখে। সংবাদপত্র-সাংবাদিকতার মতই কুষ্টিয়া জেলার সাংবাদিকদের সর্ববৃহৎ মাতৃ সংগঠন হচ্ছে কুষ্টিয়া প্রেসক্লাব। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই কুষ্টিয়া প্রেসক্লাবের গৌরবোৎজ্জ্বল ঐতিহ্য রয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাব সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে অতীত ঐতিহ্য হারাতে বসেছে। ভুঁইফোড় সাংবাদিক সংগঠন আর অপসাংবাদিকতার ভিড়ে ঐতিহ্যবাহী ”কুষ্টিয়া প্রেসক্লাব” আজ চরম অস্তিত্ব সংকটে পতিত হয়েছে। সিন্ডিকেট চক্রের কবল থেকে কুষ্টিয়া প্রেসক্লাবকে রক্ষা করে সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনাটায় এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসুন সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দল-মত নির্বিশেষে কুষ্টিয়া প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লড়াইয়ে শরিক হই। নির্বাচনী ইশতেহার: ১. আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ সাধন। এ লক্ষ্যে সাংবাদিকদের জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার-সিম্পোজিয়াম, গোল টেবিল বৈঠকের আয়োজন করা। ২. কুষ্টিয়া প্রেসক্লাবকে অত্যাধুনিক যুগোপযোগি ও ডিজিটাল প্রেসক্লাব হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি আবদুর রশিদ চৌধুরী-আল-মামুন সাগর পরিষদের রেখে যাওয়া অসম্পূর্ণ তিনতলা অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা। ৩. সাংবাদিকদের জন্য ”কুষ্টিয়া প্রেসক্লাব কল্যাণ ফান্ড” গঠন করে দু:স্থ সাংবাদিকদের দু:সময়ে সব সময় পাশে থাকবে এই পরিষদ। ৪. শহরের ছয় রাস্তার মোড়ে কুষ্টিয়া প্রেসক্লাবের নামে জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত জায়গা নিয়ে মামলা-মোকদ্দমা নিরসন করে সেখানে কুষ্টিয়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। ৫. ক্লাবে সদস্যদের জন্য সব ধরণের সংবাদপত্র, ম্যাগাজিন, সাময়িকীসহ সংবাদপত্র-সাংবাদিকতা সংশ্লিষ্ট বই-পত্রের ব্যবস্থা করা। ৬ কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের সন্তানদের পড়া-লেখার সুবিধার জন্য শিক্ষা-বৃত্তির ব্যবস্থা করা। ৭. সাংবাদিকদের জন্য কুষ্টিয়া প্রেসক্লাবে ইনডোর-আউটডোর গেমসহ নানা ধরণের খেলা-ধুলাসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। ৮. সাংবাদিকদের মধ্যে কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বাৎসরিক সেরা রিপোটিং’র জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। ৯. কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ম্যাগাজিন, সাময়িকীসহ নানা ধরণের প্রকাশনা বের করার উদ্যোগ গ্রহণ করা। ১০. প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের জন্য বার্ষিক বনভোজন/শিক্ষা সফরসহ চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। ১১. এ জেলার সংবাদপত্র ও সাংবাদিকদের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সিন্ডিকেট মুক্ত সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার পাশাপাশি অপসাংবাদিকতার রোধে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মানীত সদস্য ভাই ও বোনেরা, পরিশেষে বলতে চাই কুষ্টিয়ার সাংবাদিকদের পেশাগত কল্যাণ সাধন, সাংবাদিকতার মান উন্নয়ন, সর্বোপরি পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও সিন্ডিকেট মুক্ত, আধুনিক-সুসজ্জিত ডিজিটাল প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে আসছে আগামী ৯ অক্টোবর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিতব্য কুষ্টিয়া প্রেসক্লাবের ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিকদের সুখ-দু:খের অকৃত্রিম বন্ধু আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদকে আপনার মূল্যবান ভোট দিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী করুন।