সিরাজগঞ্জে নবগঠিত পূর্নাঙ্গ জেলা বিএনপির বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত।
তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির নব-গঠিত কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১১ টায়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির নব-গঠিত কমিটির কর্মকর্তা,সদস্য,উপদেষ্ঠা পরিষদের সদস্য ছাড়াও জেলা বিএনপির অধীন উপজেলা,পৌরসভা ও থানা বিএনপির ১৭টি ইউনিটের ৫ জন করে প্রতিনিধি এবং জেলা পর্যায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মীরা জেলা বিএনপির বিশেষ সাধারণ সভায় অংশ নেন।
সভায় মৃত নেতা-কর্মীদের স্মরণে শোক প্রস্তাব ও দোয়া করা হয়, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করা,তৃণমূলের সকল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা,স্থায়ী কমিটির নব-নির্বাচিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সম্বর্ধনা প্রদান সহ সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়া সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি,গ্যাসের মূল্যবৃদ্ধি ও বন্যার্ত মানুষের জন্য সরকারের ত্রানসামগ্রী বিতরণে অপ্রতুলতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি দাবী করা হয়।