সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে- সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীতে সম্প্রতি যমুনানদীর ভয়াবহ ভাংগনে ক্ষতিগ্রস্থ ও বানভাসি অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে
তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শুক্রবার(৭আগস্ট) সকাল ১১টার দিকে -পাচঠাকুরীর শাহজাহান মোড় এলাকায় – নদী ভাংগনে ক্ষতিগ্রস্থ ও বন্যার্ত জন পরিবারে চাউল, ডাউল, আলু, লবণ, স্যালাইন দিয়ে প্যাকেট করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশক্রমে
উক্ত ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি, মজিবর রহমান লেবু, ত্রাণকমিটির সদস্যসচিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, উপদেষ্টা শফিউল আলম ডলার, যুগ্ম-সম্পাদক নূর কায়েম সবুজ, হারুনার -রশীদ- খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, মিলন ইসলাম খান,জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস,এম, আব্দুল আলীম,জেলা জাতীয়তাবাদ ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,জেলা জাতীয়তাবাদী মৎসজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্যসচিব আলমাস আহমেদ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাইবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক আকাশ খন্দকার, সোহাগ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব উজ্জ্বল প্রমুখ। এ তথ্যগুলো নিশ্চিত করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।