সিরাজগঞ্জে যায়যায়দিন’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন যায়যায়দিন এই শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিন তের বছর পেরিয়ে চৌদ্দ বছরে পদার্পন করেছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে যায়য়ায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে শহরে বর্ণাঢ্য র্যালী শেষে মাড়োয়ারী পট্টির সনি হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।
সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস.এম নাসিম রেজা নূর দিপু,জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক প্রবীন সাংবাদিক আব্দুল কুদ্দুস, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ ব্যুরো প্রধান হেলাল আহমেদ,দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল,সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না,দি ইন্ডিপেনডেন্ট সিরাজগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম,সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহবায়ক এসএম নূর-ই ইলাহী,সদস্য সচিব শিফাত আহমেদ খানসহ সিরাজগঞ্জের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।