শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ভারত
দুপুরটা মাটি হলেও শেষ রাতে ওস্তাদের মার দিয়ে ফ্যানেদের মুখের হাসি ফেরাল দাদারা। ১৮ ওভারে মাত্র ৮২ রানে লঙ্কা বাহিনীকে গুঁড়িয়ে গোড়াতেই সেই আশা বেশ খানিকটা জাগিয়ে তুলেছিল অশ্বিনদের ঘূর্ণি। আর ৩১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে শেষটা করলেন ধবনরা। বিশাখাপত্তনমে জিতে সিরিজ ২-১-য়ে জিতে নিল ভারত। চার উইকেট নিলেন ভারতীয় অশ্বিন।
• ১৩.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিল ভারত।
• ১১ ওভারে ভারত ৬২/১। ধবন ৩০, রাহানে ১৬ রানে অপরাজিত।
• ৮ ওভারে স্কোর ৪৫/১
• ৫.৩ ওভারে স্কোর ২৯/১
• ভারতের প্রথম উইকেটের পতন। চামেরার বলে আউট হলেন রোহিত শর্মা।
• ২ ওভারে ভারত ৭/০
• ৮২ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস।
• বুমরাহর বলে বোল্ড ফার্নান্দো।
• ১৭ ওভারে শ্রীলঙ্কা ৭৯/৯
• দু’বল পরেই ফের উইকেটের পতন। রায়নার বলে আউট পেরেরা।
• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। রায়নার বলে আউট সেনানায়কে।
• ১৩ ওভারে স্কোর ৬৬/৭
• ১১ ওভারের পর রান ৫৪/৭।
• ১০.২ ওভারে আউট সনকা।
• বোল্ড! এ বার উইকেট নিলেন জাদেজা।
• ৮ ওভারে রান ৪৮/৬।
• ফের আউট! জাডেজাক ব্যাক হ্যান্ডেড ফ্লিক-এ বেল উড়ল প্রসন্নর।
• ৬ ওভারের শেষে রান ২৯/৫।
• নিজের প্রথম উইকেট তুলে নিয়ে লঙ্কা বাহিনীকে আরও বেকায়দায় ফেলে দিলেন নেহরা।
• ৫ ওভারের পর শ্রীলঙ্কার রান ২০/৪।
• ফের অশ্বিনের জালে গুণরত্নে।
• ৭ বলে ২ রান ৩ উইকেট নিলেও অশ্বিন হ্যাটট্রিক পেলেন না।
• হ্যাটট্রিকের মুখে অশ্বিন।
• স্কোর ১২/৩।
• চণ্ডীমল আউট! বোলার সেই অশ্বিন।
• আশিষ নেহরার ওভারে ৮ রান নিল শ্রীলঙ্কা।
• এক ওভারের পর স্কোর ৩/২।
• ফের আউট! দিলশানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেললেন অশ্বিন।
• প্রথম ওভারেই দিকওয়েলাকে তুলে নিলেন অশ্বিন।
• বোলিং ওপেন করলেন রবিচন্দ্রন অশ্বিন।
• টসে জিতল ভারত। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মাহির।