সুজানগরে র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১
পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনার সুজানগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শহিদ শেখ (৫২)। তিনি উপজেলার চর ভবানীপুর গ্রামের জাহেদ শেখের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স) বিএনভিআর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১০টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক শহিদ শেখ দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সুজানগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।