সুরা হাশরের শেষ ৩ আয়াতের ফজীলত, বাংলা উচ্চারন ও অর্থ (ভিডিওসহ)

ইসলামিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর এই ৩টি আয়াত একবার পাঠ করবে, সত্তর হাজার ফেরেশতা সকাল থেকে সন্ধা পর্যন্ত এবং সন্ধা থেকে সকাল পর্যন্ত রাব্বুল আলামীনের নিকট মাগফেরাত কামনা করবে।

আউযুবিল্লাহহিস সামিয়ুউল আলীম মিনাশ শাইতোয়ানীর রাজীম
হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু । আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম ।
হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু ।
আল মালিকুল কুদ্দুসুস সালামুল ম্যু মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির ।
ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন ।
হু আল্লাহুল খালেকুল বারিয়্যুল মুছাওরেলাহুল আছমা(আ)উল হুছনা ।
ইউ ছাব্বিহু লাহু মা ফিছ ছামা ওয়াতি ওয়াল আরদ্ ।
ওয়া হুয়াল আজীজুল হাকীম ।

অর্থ-
সর্বশ্রোতা সর্বজ্ঞাণী আল্লাহ তায়ালার নিকট বিতারিত শয়তান থেকে আশ্রয় চাহিতেছি।
তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোন মাবুদ নাই।
তিনি সকল গুপ্ত ও প্রকাশ্যের জ্ঞ্যনী।
তিনি পরম করুনাময় দয়ালু।
তিনিই আল্লাহ! যিনি ব্যতিত কোন মাবুদ নাই।
তিনি মহান বাদশাহ, অত্যন্ত পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাবিধান কারী, রক্ষনাবেক্ষন কারী, সম্মানের অধিকারী, মহত্তের অধিকারী, গর্বকারী, মুশরিকদের শিরক হতে আল্লাহ তায়ালা পবিত্র।
তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, সঠিকভাবে প্রস্তুতকারী, আকৃতিদান কারী, তাঁহার জন্য সুন্দর সুন্দর নাম রহিয়াছে।
আসমান সমূহে ও জমীনে যাহা কিছু আছে সবই তাঁহার পবিত্রতা বর্ননা করে।
এবং তিনি সম্মানের অধিকারী মহান কৌশলী।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন-https://youtu.be/GSA21LHOCn8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!