সুস্থ হয়ে উঠছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সুস্থ হয়ে উঠছেন। তিনি জরে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী কাগজ২৪ ক এসব তথ্য দিয়ে জানান, ঈদের আগের দিন বঙ্গবীর তার নিজ বাড়িতে যাওয়ার সময় যানজটে পড়ে হাপিয়ে উঠেন। ভীষণ অসুস্থ বোধ করেন তিনি। পথে দলের একজন কর্মীর বাসায় বিশ্রাম নেন। পরের দিন প্রচণ্ড জ্বর নিয়ে তাকে টাংগাইলের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বঙ্গবীরের অসুস্থতার খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।
আজ সকাল বঙ্গবীরের পিএস ফরিদ আহমদ জানান, বর্তমানে তার (বঙ্গবীর) অবস্থা ভালো আছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। শরীরের তাপমাত্রাও কমেছে বলে তিনি জানান।
তবে চিকিৎসকরা বঙ্গবীরের কিছু পরীক্ষার জন্য রক্ত নিয়েছেন। এসবের রিপোর্টের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন।