আওলাদ হোসেন এর কবিতা- সূর্যের দাপট চন্দ্রের স্নিগ্ধতা
প্রকৃতির পুজারী যারা
সূর্যের দাপটেই তারা
হার মানে চন্দ্রের স্নিগ্ধতায় তারা
হারিয়ে যায়, কি আছে বিধাতার মনে।
ষড়ঋতুর দেশে
দাপটে জ্বলে পুড়ে খাক হয়ে যায়
স্নিগ্ধতার প্রলেপ অবশেষে
বৈশাখের পর ভাদ্র আশ্বিনেও
কাঠ ফাটা রৌদ্র, উত্তপ্ত আকাশ,
আগুন ঝরে, মরুভূমির বালু হয় উত্তপ্ত
নদী পাড়ের বালুতেও পা পুড়ে মাথার ঘাম কিছুতে কম নয়।
পল্লী বাংলার মানুষগুলো দুই পক্ষেই সমান
কিন্তু প্রশ্ন জাগে
নিখাদ খাঁটি সোনা
শহরের উচ্ছিষ্টভোগী নয় তারা
এক বার পূর্ব আরেক বার পশ্চিম
কিন্তু তারা মাথা নত করার মত নয়
যতই চালাকি কর, টোপ দাও
তারা সত্যকে চিনেছে একবারই, নিজের স্বকীয়তা
গ্রামের সাধারণ ষোল কোটি মানুষ
সহজ সরল কুটনীতি-কুটচাল
ভোগা দেয়া, মারবে ঢেকী মারছে নাইল।
শিয়াল বেঘোরে অক্কা যায়
কেইবা পলে পলে নতুন নতুন বুদ্ধি যোগায়
শহরের ব্যস্ত কারে মেরে কে খায়?
বিদেশী শকুনেরা শ্যেন দৃষ্টিতে চেয়ে থাকে
ধর্ষণের কারণে কুমারিত্ব কি সত্যিই হারায়?