দেবীগঞ্জে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল ১১.৩০ টায় উপজেলার ট্রাফিক মোড়ে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ক্লিন দেবীগঞ্জ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাননবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে উপজেলার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ঝুঁকিপূর্ণ অন্যান্য স্থানে অতি দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও মানববন্ধনে অন্যদের মধ্যে- দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম, দেবীগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক আবু বাকের, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, আইন সহয়তা কেন্দ্র (আসক) এর উপজেলার সা. সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।