স্বপ্ন বিলাস
স্বপ্ন বিলাস
সেলিনা জাহান প্রিয়া
আমি চাঁদের মাঝে স্বপ্ন এঁকে ঘুমের মাঝে স্বপ্নে দেখি
আমি স্বপ্ন খুজি স্বপ্ন আকিঁ স্বপ্ন লোকে হেঁটে যে যাই
রোজ বিকেলে স্বপ্ন ডানায় আকাশ মাঝে উড়ে বেড়াই
আমি সন্ধা রাতে তাঁরার মেলায় চাঁদ হয়ে ভেসে হারাই ।
আমার সুখের রং ছড়িয়ে দিলাম মুক্তবিহঙ্গ নীল আকাশে
অনুভবে তুমি মেখে নিও রঙ আপন মনে নিজ হাঁতে
চোঁখের আঁকা কিছু স্বপ্ন আমি সাদা মেঘে এঁকে দিলাম
তুমি মন দিয়ে দেখে নিও তাতে আমার কত স্বপ্ন আছে
আমার ভাবনাগুলো তারার কাছে দিলাম, তুমি শুনে নিও
আমার গানগুলো পাখিদের কন্ঠে দিয়ে দিলাম; তুমি বুঝে নিও,
নিদ্রাহীন রজনীর হিসাব ঝিঁ ঝিঁ পোঁকা আর রাতের আধাঁর জানে
স্বপ্নের দীর্ঘ ফিরিস্তি চোঁখের জলে মিশিয়ে দিলাম তুমি জেনে নিও।
আমি একটা গোলাপ বাগান পরম যত্নে আগলে রেখেছি
প্রতিটি গোলাপ গাছ কে,ভালবাসার উষ্ণ চুম্বন এঁকে দেই,
গোলাপগুলো আমায় প্রশ্ন করে,এতো ভালবাস কেন হে ?
আমি বলি প্রিয়ার পছন্দের চাঁদ আসবে খোপায় দিব তাই ।
আমার বারান্দায় অনেকগুলো পাখি পোষেছি খাঁচায় ,
সে প্রিয় ছোট্ট পাখিগুলা,পরম যত্নে ও ভালবাসা মাখিয়ে,
রাত শেষে শুরু হয় তাদের কিচির-মিচির মিষ্টি গান,
তোমার খুব পছন্দ কিচির-মিচির শব্দ ভুলে যেওনা যেন৷