বিদেশ নয়, এই স্বর্গীয় স্থানটি বাংলাদেশের সিলেটে

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাফলং লয় কিন্তু। এটি Pangthumai Waterfalls: পানথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত, আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত। এটি জাফলং থেকে প্রায় ২৫ কিমি দূরে, আর সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কিমি, জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে।

ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্না, ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা, আর সেই স্রোতধারা থেকে সৃষ্টি হওয়া পিয়াইন নদী আসলেই অসাধারণ।

পান্থুমাই এ গেলে কেউ এই পিয়াইন নদীতে সাঁতার না কেটে ফিরে আসলে আপনার ভ্রমণ বৃথা হয়ে যেতে পারে। আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে। কিভাবে যাবেন– ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর মাতরতুল এ যাবেন।

ভাড়া পরতে পারে ৬০০ টাকা–৭০০ টাকা ( রিসার্ভ ), সেখান থেকে মাত্র ২ কিমি পরেই এই পানথুমাই। পাংথুমাই পুরো ঘুরে দেখলে বুঝবেন জায়গা টা আসলেই অনেক সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!