স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনে গোপালপুরে আনন্দ শোভাযাত্রা
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর কলেজ, গোপালপুর কামিল মাদ্রাসা, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়, ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানের ব্যানারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, গোপালপুর কলেজের অধ্যক্ষ অানোয়ারুল ইসলাম আকন্দ, উপাধক্ষ্য মানিকুজ্জামান, গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার বাদল, ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদরাসার সুপার আব্দুল হাই ছুমরী, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিমেল চৌধুরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।