মো.সেলিম হোসেন এর কবিতা-স্বাধীনতা
স্বাধীনতা
মো.সেলিম হোসেন
রক্ত দিছে ভাইয়া আমার
স্বাধীনতার জন্য,
পুত্র শোকে মা-যে আমার
ঘুরছে হয়ে হন্য।
ঐ-না মায়ের নেত্র জলে
পেলাম বিজয় দিন,
শহীদগণের কাছে মোদের
আছে অনেক ঋণ।
তাঁদের তরে বুকটা মোদের
পড়ে আছে শুন্য,
রক্ত দিছে ভাইয়া আমার
স্বাধীনতার জন্য।
মান হারালো বোন যে আমার
ছিনিয়ে আনতে জয়,
বিন্দু মাত্র হয়নি তাঁদের
মানের কোনো ক্ষয়।
ধন্য আজি সে বোন আমার
সবার কাছে ধন্য,
রক্ত দিছে ভাইয়া আমার
স্বাধীনতার জন্য।