মো. আলী আশরাফ খান এর কবিতা- স্বাধীনতার স্বাদ বোঝনি

 

 

স্বাধীনতার স্বাদ বোঝনি
মো. আলী আশরাফ খান

গভীর এক কন্টকাকীর্ণ পথ ডিঙিয়ে
অর্জিত হলো যে স্বাধীনতা,
এ মহান স্বাধীনতার স্বাদ তুমি বোঝনি।
তোমার জন্মের পর থেকেই তুমি-
বিত্ত-বৈভব বিলাসী জীবনে অভ্যস্ত বলে
বোঝনি তুমি এই স্বাধীনতার মর্ম।

তুমি কি দেখেছ, লাশের উপর লাশ
মা-খালা-বোনের আবরুর আর্তনাদ-
লক্ষ-লক্ষ পিতা-পুত্রের করুণ হাহাকার?
দেখনি, দেখনি বলেই তুমি দেশদ্রোহী
দেশের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্রে লিপ্ত-
তোমার দ্বারা দেশ আজ বারংবার লাঞ্ছিত।

ওই পরাধীনতার জিঞ্জির ছিন্ন করে
আনলো যারা এ মহান স্বাধীনতা,
তুমি কেনো করো তাদের অবহেলা?
তুমি জানো, পরাধীনতার মানে কি-
এ যে কতটা ভয়ঙ্কর মহাঅভিশাপ
বেঁচে থাকা-মরে যাওয়া সমান কথা।

হে পথিক, সময় যায় বয়ে যায়
ফিরে এসো আলো-সুন্দরের পথে,
মহান মানুষদের দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ-
গ্রহণ করো এ স্বাধীনতার স্বাদ।
দেখবে, বিশ্ব হাসে তোমার কলরবে
জয়ী হবে তুমি জীবনের পদে পদে
এই স্বাধীনতার স্বাদ বুকে লয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!