এম এস ইসলাম আকাশ এর কবিতা- স্বাধীনতার ৪৭ বছর
স্বাধীনতার ৪৭ বছর
এম এস ইসলাম আকাশ
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ
আহ্ কি স্বপ্নের স্বপ্নিল আবেশ,
সদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া
দেখি মুগ্ধতায় দূ’নয়ন মেলিয়া।
ধানের শীষে বাতাস দোলা দিয়ে যায়
আমি ফিরে আসি সেথা নানা বাহানায়,
আমি খুঁজি স্বপ্ন রূপসা থেকে পাথুরিয়ায়
সবুজ ঘাসের বুকে স্বপ্নের আঙিনায়।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের মোহনায়
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানায়,
প্রতি ইঞ্চিতে রয়েছে শহীদের দান
স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ।
৪৭ বছর কেটে গেছে মনে হয় এক লহমায়
মনে হয় এইতো সেদিন ভেসেছি রক্ত গঙ্গায়,
এখনো কান পাতলেই শোনা যায় আর্তনাদ
যদিও পেরিয়ে এসেছি নানা ঘাত প্রতিঘাত।
ভুলিনি ভুলবনা কোনো দিন হে প্রিয়জন
তোমরা রহিবে হৃদয় মাঝে প্রতিটি ক্ষণ,
তোমাদের জন্য পেয়েছি শান্তির পতাকা
পেয়েছি দেশ যেথা শান্তির আল্পনা আঁকা।