রাজধানীতে ‘সাবেক স্বামী’র ছুরিকাঘাতে ব্যাংককর্মী নিহত

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী ব্যাংককর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। আরিফুন নেসা আরিফা (২৭) নামের ওই নারী যমুনা ব্যাংকে চাকরি করতেন। সাবেক স্বামী রবিনের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পরিবার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই নারীকে ছুরিকাঘাত করা হয়। সকাল ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। জেসমিন নাহার আরো জানান, গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে ঢামেক হাসপাতালে আনা হয়। আহত নারীর স্বজনরা অভিযোগ করেন, বাসায় বাইরে সাবেক স্বামী তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত নারীর ভাবী খাদিজা ইসলাম জানান, তাঁর ননদ যমুনা ব্যাংকে চাকরি করেন। চার বছর আগে রবিন নামের একটি ছেলের সঙ্গে তাঁর ব্যাংককর্মী ননদের বিয়ে হয়। প্রেমের পর বিয়ে হলেও স্বামী-স্ত্রীর বনিবনা ছিল না। নানা ঘটনার জেরে তিন মাস আগে তাঁর ননদ রবিনকে তালাক দেন। খাদিজা ইসলাম আরো জানান, আজ সকালে ধানমণ্ডির সেন্ট্রাল রোডের বাসা থেকে অফিসে যাওয়ার সময় রবিন তাঁর ননদ আরিফাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এর পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!