স্বাস্থ্য খাতে বিরল সাফল্যের দরুণ শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন ডাক্তার আলীম আল রাজী
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
স্বাস্থ্য খাতে বিরল সাফল্যের দরুণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলীম আল রাজী টাঙ্গাইল জেলায় স্বাস্থ্য সেবা খাতে সাফল্যের সেরা পারফরমেন্স দেখিয়ে সারা জেলায় শ্রেষ্ঠত্বের প্রথম পুরস্কার পেয়েছেন। সোমবার টাঙ্গাইল জেলা সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় এ স্বীকৃতি ও পুরস্কার তুলে দেয়া হয়। শেখ হাসিনা সরকারের ডিজিটাল কার্যক্রমের অংশ হিসাবে স্টাফদের হাসপাতালে যথাসময়ে হাজিরা ও প্রস্থান নিশ্চিন্তকরণে বায়োমেট্রিক এটেনডেন্স, হাসপাতাল চত্বর ও বহিরাঙ্গনের দৃশ্যমান স্বাস্থ্যগত ও সৌন্দর্যগত পরিবর্তন এবং চিকিৎসেবায় গুণগত ও পরিমানগত উৎকর্তা ও রুপান্তর সাধন করায় তিনি এ পুরস্কার পেয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামসহ টাঙ্গাইলের সকল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ও কর্মচারিরা। উল্লেখ্য, গোপালপুর হাসপাতালে চিকিৎসাসহ সকল সেক্টরে দৃশ্যমান ও ডাইনামিক পরিবর্তন আনার জন্য ডাক্তার আলিম আল রাজী নন্দিত ও প্রশংসিত হয়েছেন।