শাহীন চৌধুরী ডলির কবিতা- স্বেচ্ছা কম্প্রোইজ
স্বেচ্ছা কম্প্রোমাইজ
— শাহীন চৌধুরী ডলি
মেঘবালিকা এখনো কি মেঘে ভাসো
আকাশ পানে চেয়ে হাসো
বারিজলে ভেজাও পা
কুয়াশার বুকে ঘাসের ডগায়
মুক্তো খুঁজো
মেয়ে তুমি আলতারঙে সাজো
বিনুনি দুলিয়ে গল্পে মাতো?
মেয়ে এখনো কি ভৈরবী গাও
আবীররাঙা বিকেলে
মল বাজিতে রুমঝুম নাচো,
রক্তিম পলাশে চেয়ে
যুগল অক্ষিকোটরে
স্বপ্নের অঞ্জন আঁকো !
মেয়ে তুমি কি হও তিয়াসী
লাল গোলাপ আর নীল খামে?
মেয়ে তোমার বুকে
এখনো কি পোষো কবিতার বুলবুলি
বকুলে গাঁথামালা প্রিয়নাম লয়ে
দাও কি ভাসান জলে!
কেঁদে কি ভাসাও চিবুক
বিষন্ন রাত্রিরে
মেয়ে তোমার চোখে
শ্রাবণী প্লাবন ঝরে?
মেয়ে তোমার কুলুঙ্গিতে
রাখো কি জমা দিনবদলের পুঁথি
করোটিতে মুক্তির আহ্লাদ!
মেয়ে এখনো কি যখন তখন রাগো
ফুলদানিটা ছুঁড়ে ভাঙো
নাকি এখন তোমার সবেতেই
স্বেচ্ছা কম্প্রোমাইজ!