এম এস ইসলাম আকাশ’র কবিতা-হও একজোট
হও একজোট
এম এস ইসলাম আকাশ
শান্তির ঈশ্বর ঘুমায় সুচির উষ্ণ
আলিঙ্গনে
নোবেল কমিটি উষ্ণতা খোজে সুচির
বিছানার ঘ্রাণে,
জারজ সন্তানগুলো হুইস্কি খেয়ে
বেসামাল
ব্রিটিশ বেনিয়া চাটে বসে বসে বেশ্যার
গাল।
জাতিসংঘ এখন ল্যাড়া লুলা বিকলাঙ্গ
পারেনা বার্মায় হয়েছে ধ্বজ ভঙ্গ,
ওরা শক্তের ভক্ত নরমের যম
চোখেও দেখে না কীটেরও অধম।
ইইউ নেতারা এখন দোলে বেশ্যার
কোলে
অতিশয় নেশাখোরের বাচ্চারা সব
খেয়েছে গুলে,
হায়েনার হারামীপনায় ওদের কি
আসে যায়
ইসরাইলী বোলে হারামীরা এখন গান
গায়।
মানবাধিকার নামক আমেরিকান
দালালের দল
এখন দেখেও করে না দেখার ছল,
ওরা বাঘের ছালে কুকুরের জাত
ধিক তোদের, তোদের অভিসম্পাৎ।
আরাকান আজ জলে পুড়ে ছারখার
কোথাও কেউ নেই আজ ওদেরকে
দেখার,
নাফের পানিতে ভাসে হাজারো লাশ
বিশ্ব বেহায়ার গোষ্টি বসে বসে কাটে
ঘাস।
জাগো হে বিবেকবান জাগাও মনুষ্যত্ব
দুর করো তোমার মনের কালিমা দূর
কর অলসত্ব,
যদি তোমার গায়ে থাকে সামান্যতম
নীতিবোধ
কন্ঠে মিলাও কন্ঠ হও তবে একজোট
নাও প্রতিশোধ।