রওশন হাসান এর কবিতা-হর্ষবিষাদি পক্ষান্তরে
হর্ষবিষাদি পক্ষান্তরে
————————- রওশন হাসান
বিপন্ন মেঘসংক্রান্ত আকাশের পেয়ালায়
তারাদের স্তিমিত রেখালোকে
বহতা নদীর গতিবিধি থামে তিমিরাচ্ছন্ন জলের কম্পনে।
চোখের তারায় রাত্রি ঝরে লঘুতর প্রশান্তিতে
পৃথিবীর কোন এক প্রান্তরে আজও শিশিরের দূ্র্বাদলে
আমার নিঃশ্বাস পৌঁছে যায় অনুবর্তীত পরিক্রমায়।
শতাব্দীর ঘ্রাণে ভালোবেসেছিলে যারে
বাতাসের পরশে চোখ ভিজে যায় তার
একাকী আদ্র আঁধার শোনেনি সেই স্বর
মত্ত মেঘ পায়নি তার আস্বাদ
ওপারে পালকে পালকে আসে ধোঁয়াশা ভোর
বার্তা পাঠায় তোমার কাছে চাতকবৃষ্টি ধীরে
তোমার পায়ের নীচে তখন ধূলোয় মিলায় সহস্র বছর।