হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
৩০ এপ্রিল, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিলের বাড্ডা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুই আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- মো. হেদায়েত উল্লাহ (২৫) ও মো. হাবিব উল্লাহ (২৬)। হেদায়েত উল্লাহ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তার বন্ধু হাবিব চাকরির সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিরঝিল ৪ নম্বর ব্রিজের উত্তরপাশে রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে সাড়ে ৪টার দিকে খবর পান তারা।
এসআই জানান, মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন হেয়াদেত ও হাবিব। চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু ছিটকে রাস্তার পাশের একটি গাছের ওপর আছড়ে পড়েন।
দুর্ঘটনার পর হাতিরঝিলে কর্তব্যরত পুলিশ তাৎক্ষণিক হেদায়েত ও হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত হেদায়েত উল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামে। রাজধানীর সাতরাস্তা এলাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।
হেদায়েতের বন্ধু হাবিব উল্লাহ গাজীপুরের কাপাসিয়া এলাকায় থাকতেন। একটি চাকরির সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন। রাতে হেদায়েতের বাসায় ছিলেন তিনি।