অয়ন সাঈদ এর কবিতা-হামিদ বক্স(গ)
হামিদ বক্স(গ)
—————— অয়ন সাঈদ
আমার ব্যাক্তিগত কোন লাইব্রেরী নেই
কেননা আমার স্বজনেরা বই পেলেই
হামিদ বক্সের বাড়ির পুকুরে ফেলে দেয়,
আব্বার অকাল মৃত্যুর পরপরই
তার সহোদর সহোদরারা
বই গুলোকে খেতে শুরু করে মানচিত্রের মতো
বাকিটা তাবত জলোচ্ছাসে হাসুর হাতে খুন হয়;
আব্বার সিলিংয়ের ফ্যান, শিন্দুক, বই
ব্যারাদরি হকে বিপননের পন্য বনে গেছে
যার যা মনে চায় নিয়ে গেছে গাজাখুঁড়ি
অথচ সন্ধ্যায় আসা বেলী,ক্যামেলীয়ার ঘ্রাণ
লিন্ডার হাঁস,চড়ুই- নিলুর মুরগী
এখনো আসে যায় ঘরময়, মার্চ করে-
স্নেহ পলাতক রোয়াকে সাহসী পঙক্তিমালা।