মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-হারান দিনগুলী
হারান দিনগুলী
মোঃ আরিফুল ইসলাম
হারিয়ে গেছে সেই নির্মল সোনালী দিনগুলী,
শিশির ভেজা ঘাস রঙিন ফুলগুলী।
হারিয়ে গেছে সেই রঙিন প্রজাপতির ডানা,
কচু পাতায় টলমল জলের কনা।
হারিয়ে গেছে সেই গোলাভরা ধান,
কৃষকের কন্ঠে দরদ ভরা গান
হারিযে গেছে সেই আনন্দ নির্মল হাসি,
ফসলের ক্ষেতে রাখালের বাশি।
হারিয়ে গেছে সেই ফসল ভরা মাঠ,
পাল তোলা নৌকা গ্রামীণ হাট।
হারিয়ে গেছে সেই কানামাছি গোল্লাছুটা খেলা,
দুরন্ত শৈশব কলা গাছের ভেলা
হারিয়ে গেছে খেজুরের রসে ভেজা শিতের সকাল,
বন্ধুর আড্ডায় হারিয়ে যাওয়া সোনালী বিকাল।
হারিয়ে গেছে সে আত্নিয়তার বন্ধন লোকাচার লোকরীতি,
জারি শারি মুর্শিদি ভাটিয়ালী পল্লীগীতি।
জনিনা পাব কিনা আর সে সোনালী দিনগুলী ফিরে,
হারিয়ে যায় না যেন অধুনিকতার ভীরে।