হার্টে পানি জমে কেন

 

হেল্‌থ ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সাধারনত হার্ট তথা হৃদপিন্ডের ভেতরে কখনো পানি জমে না তবে হার্ট একটি পর্দা দিয়ে আবৃত থাকে, এই পর্দা এবং হার্টের মাঝের যায়গাটিতে কিছু পরিমান পানি স্বাভাবিকভাবেই থাকে। যদি এই যায়গাটিতে অতিরিক্ত পানি জমে যায় তবে তাকে পেরিকার্ডিয়ালইফিউশনবলে। হার্ট যে পর্দা দিয়ে ঘেরা থাকে তাকে আমরা পেরিকার্ডিয়াম বলি।

হার্টের পর্দার নিচে পানি জমার কারনে প্রকাশিত লক্ষণঃ

১) শ্বাস নিতে কষ্ট হবে
২) শোয়া অবস্থায় শ্বাস নিতে বেশি কষ্ট হবে
৩) বুকে ব্যথা হবে
৪) বুকের বাম দিকে শুধু ব্যথা হবে
৫) বসলে ব্যথা কম হবে
৬) কাশি থাকবে
৭) জ্বর থাকলে অল্প পরিমাণে
৮) হার্টরেট অনেক বেড়ে যাবে

কেন হার্টে পানি জমেঃ

১) পেরিকার্ডিয়ামে যদি কোন ইনফ্ল্যামাশেন হয়
২) ভাইরাস অথবা ব্যাক্টেরিয়া অথবা ফাঙ্গাস অথবা প্যারাসাইট দিয়ে আক্রান্ত হলে
৩) হার্টের সার্জারির কারণে কোন ইনফ্ল্যামেশন হলে
৪) হার্ট এট্যাক
৫) কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে (গেঁটে বাত)
৬) ইউরেমিয়া (রক্তে ইউরিয়া বেড়ে যাওয়া)
৭) হাইপোথাইরয়ডিজম
৮) ফুসফুসে ক্যান্সার হলে
৯) ব্রেস্ট ক্যান্সার
১০) মেলানোমা (তিল জাতীয় টিউমার)
১১) ব্ল্যাড ক্যান্সার
১২) পেরিকার্ডিয়ামে ক্যান্সার হলে
১৩) হার্টে কোন ক্যান্সার হলে
১৪) রেডিয়েশন থেরাপি যদি ক্যান্সারের জন্য দেয়া হয়
১৫) ক্যান্সারের জন্য যদি কেমোথেরাপি দেয়া হয়
১৬) হার্টে কোন ক্ষত থাকলে
১৭) হাইড্রালাজিন, আইসোনিয়াজিড গ্রুপের ওষুধ খেলে

উপরের লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। সাথেই থাকুন, সুস্থ থাকুন।

এখানে প্রচারিত সকল তথ্য সমসাময়িক বিজ্ঞানসম্মত উৎস থেকে সংগৃহিত এবং এসকল তথ্য কোন অবস্থাতেই সরাসরি রোগ নির্ণয় বা চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে প্রকাশিত নয়। জনগণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!