গোপালপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু, বৌদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর শহরের আনন্দময়ী দেবমন্দির প্রাঙ্গণে হিন্দু খৃস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধ সমরেন্দ্রনাথ সরকার বিমল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সম্পাদক কিশোর কুমার দে. বাংলাদেশ হিন্দু খৃস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু, কিশোর কুমার দেব, বাবু চিত্তরঞ্জন, অভিজিত দে নিন্টু প্রমুখ। বক্তরা মসজিদ নিয়ে কটুক্তি করার নিন্দা জানান।

উল্লেখ্য, মসজিদ নিয়ে কটুক্তি করার ঘটনায় গোপালপুর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগ নেতা বিলাস পালকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!