আওলাদ হোসেন এর কবিতা- হে কবি, রুদ্র চক্ষু তোমার
হে কবি, রুদ্র চক্ষু তোমার
(উৎসর্গ কবি, শাহ্ আব্দুর রশীদ)
-আওলাদ হোসেন
কি করে বোঝাবো
আমি তোমাকেই খুঁজছি
তারপর উত্তাল তরঙ্গে
কে কোথায় কবে হারিয়ে গেছি।
দূরন্ত দূর্বার গতি
যৌবন মানেনা মানা।
নূরজাহানের ঘোলা চোখ
আমি দেখেছি সেতো
যৌবনের ভাঙ্গা গড়া
এখন বার্ধক্যে তোমাকে
ফিরে পাওয়া, জ্ঞানের
এক মহা সিন্ধু কিন্তু তোমাকে
এখন কেউ চায়না।
ষোল কোটি জনতার প্রশ্ন
তুমি লুকিয়ে ছিলে কোন গর্তে
লজ্জায় কি তোমার মাথা কাটা যায়,
অথবা পারোনাই একফোঁটা
পানি কৃষাণ কৃষানির তরে এনে দিতে।
তবে কেন রূদ্র চক্ষু গোলক
ইটের ভাটার মতো জ্বলে।
কি চাও তুমি ঐ চক্ষু দিয়ে,
দারূন মানিয়েছে
তুমি আমার সেই হারানো নূরজাহান নও।
এত জ্ঞান শাহনামা
শুযোগ পেয়েছিল
দ্রাক্ষা বনের গান অনেকেই
গেয়েছিল, হে বিজয়ী বীর
যৌবন হারিয়ে খালি হাতে
রূদ্র মূর্তির দুটি চোখ বনলতা
সেনের মত হতে পারছেনা
তোমার এই ঋণ
ষোল কোটি বাঙ্গালী মিটাবে কেমনে ?