হোভারবাইকে দুবাই পুলিশ (ভিডিও)
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মধ্যপ্রাচ্যের দেশ দুবাই ‘ভবিষ্যৎ শহর’ এ রূপান্তর হচ্ছে। কেননা দুবাই তাদের আকাশে স্বচালিত ফ্লায়িং ট্যাক্সি, এয়ারপোর্টে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম যুক্ত করেছে। এগুলো এই রূপান্তরের কয়েকটি ধাপ বলা যায়। আর এবার দুবাই পুলিশ আরও একটি ধাপ যুক্ত করেছে। তা হল- হোভারবাইক।
সম্প্রতি দুবাইতে হয়ে যাওয়া ‘জাইটেক্স টেকনোলজি সপ্তাহ’ শীর্ষক সম্মেলনে এই হোভারবাইক উন্মুক্ত করে পুলিশ বাহিনী। এই হোভারবাইক জরুরি পরিস্থিতিতে পুলিশ বাহিনী ব্যবহার করতে পারবে এবং ট্রাফিক অবস্থা অনুযায়ী উড়েও যেতে পারবে।
দুবাই পুলিশের ইতোমধ্যে লাক্সারি পেট্রল গাড়ি, স্বচালিত ড্রোন এবং রোবট পুলিশ কর্মকর্তা রয়েছে। আর নতুন এই হোভারবাইক অনেকটা স্পিডার বাইকের শুরুর সংস্করণের মতো, যা দিয়ে জেডিতে ফিরে আসার জন্য স্কাউট ট্রুপাররা ব্যবহার করে থাকে।
রাশিয়ার তৈরি এই ক্র্যাফট পুরোপুরি বৈদ্যুতিক এবং ৬০০ পাউন্ডের উপর লোড নিতে সক্ষম। এছাড়া এই হোভারবাইক প্রতি চার্জে ৪৩ এমপিএইচ গতিতে ২৫ মিনিট চালানো যাবে। স্করপিয়ন নামের এই হোভারবাইক নানা জরুরি পরিস্থিতিতে টানা ৪ মাইল স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে।
এছাড়াও হোভারবাইকে রয়েছে বিল্ট-ইন সেফটি সিস্টেম যাতে করে পাইলট নিয়ন্ত্রন হারিয়ে ফেললেও এই বাইক স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করবে।