হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ব্যক্তি মালিকানাধীন আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ দু’দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। মঙ্গলবার এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালী, রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগীতা, দোআ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রতিষ্ঠান মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন। বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান (রাসেল) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির গোপালপুর উপজেলা সভাপতি জিএম ফারুক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, এস আই আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর আঃ সালাম ও সাংবাদিক নূর আলম। আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি ব্যবস্থাপনা পরিচালক রোকসানা খাতুন, বিজ্ঞান বিভাগের প্রধান নওশিন রহমান, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান আহসান হাবীব, প্রভাষক শাহিনুর রহমান (সিহান), ফতুহাত, আমিনুল ও সালমা খাতুন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান এবং নৃত্য পরিবেশণ করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।