ইতিহাসের এই দিনে – ১১ই ফেব্রুয়ারি

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশেষ দিবস

  • আর্ন্তজাতিক ডারউইন (বিজ্ঞানী চার্লস ডারউইন) দিবস।

ঘটনাবলী

  • ১১৩০ সালের এই দিনে পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
  • ১৪২৯ সালের এই দিনে হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয় বরণ করে।
  • ১৬৩৫ সালের এই দিনে দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
  • ১৭০০ সালের এই দিনে গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।
  • ১৭৩৩ সালের এই দিনে ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।
  • ১৭৮২ সালের এই দিনে মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ শুরু হয়।
  • ১৮১৮ সালের এই দিনে চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।
  • ১৮৫৫ সালের এই দিনে মিশিগান স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৭৭ সালের এই দিনে প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।
  • ১৮৭৮ সালের এই দিনে ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
  • ১৮৮৯ সালের এই দিনে লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
  • ১৯১২ সালের এই দিনে চীনের সম্রাট পুইয়ে পদত্যাগ করেন।
  • ১৯১২ সালের এই দিনে মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
  • ১৯৪৫ সালের এই দিনে ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
  • ১৯৭০ সালের এই দিনে কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা হয়। এতে ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত হয়।
  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ইতালি স্বীকৃতি দান করে।
  • ১৯৭৩ সালের এই দিনে উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দী দলকে মুক্তি প্রদান করে।
  • ১৯৮১ সালের এই দিনে কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৩ সালের এই দিনে কপিল দেব টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড করেন।
  • ১৯৯৬ সালের এই দিনে প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
  • ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৯ সালের এই দিনে অভিসংশিতের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত দেওয়া হয়।

জন্ম

  • ১০১৪ সালের এই দিনে জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্ম গ্রহণ করেন।
  • ১৭৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইসা ক্যাথেরিন জনসন অ্যাডামস, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন কুইন্সি অ্যাডামসের সহধর্মণী।
  • ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডারউইন, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন।
  • ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্রাহাম লিংকন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি।
  • ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দয়ানন্দ সরস্বতী, তিনি ছিলে ভারতীয় হিন্দু ধর্মীয় নেতা ও বৈদিক পন্ডিত যিনি আর্য সমাজ প্রতিষ্ঠাতা।
  • ১৮২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ মেরেডিথ, তিনি ছিলেন ইংরেজ লেখক।
  • ১৮৭১ সালের এই দিনে ভারত হিতৈষী চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ জন্ম গ্রহণ করেন।
  • ১৯১১ সালের এই দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্ম গ্রহণ করেন।
  • ১৯১৫ সালের এই দিনে মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্ম গ্রহণ করেন।
  • ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়ান সেইমুর শুইঙার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোস্টা-গাভ্রাস, তিনি গ্রিক বংশোদ্ভূত ফরাসি পরিচালক ও প্রযোজক।
  • ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এহুদ বারাক, তিনি ইসরাইলের সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।
  • ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক।
  • ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যারেন আরোনোফস্কি, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাসিম হামিদ, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা।
  • ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক হের্মান্, তিনি জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

  • ১২৪২ সালে এই দিনে জার্মান রাজা সপ্তম হেনড্রিক মৃত্যুবরণ করেন।
  • ১৮০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইমানুয়েল কান্ট, তিনি ছিলেন জার্মান নৃতত্ত্ববিদ, দার্শনিক ও অধ্যাপক।
  • ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ডেডেকিন্ট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।
  • ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সূর্য সেন, তিনি ছিলেন ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
  • ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অতুলচন্দ্র গুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও বিশিষ্ট আইনজীবী ছিলেন।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মহীউদ্দিন, তিনি ছিলেন সাম্যবাদী ধারার বাঙালি কবি।
  • ১৯৭৮ সালের এই দিনে শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র মৃত্যুবরণ করেন।
  • ১৯৮০ সালের এই দিনে ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জঁ রনোয়ার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টর যরয়, তিনি ছিলেন কানাডিয়ান অভিনেতা।
  • ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গার্ডনার আক্লেয়, তিনি ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ।
  • ১৯৯৮ সালের এই দিনে বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
  • ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস মনরয়ে সচুলয, তিনি ছিলেন আমেরিকান কার্টুনিস্ট।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাটাম বিন আব্দুল আজিজ আল সৌদ, তিনি ছিলেন সৌদি আরবের প্রিন্স।

তথ্যঃ ইন্টারনেট অবলম্বনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!