ইতিহাসের এই দিনে: ১৩ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৩ জুলাই, ২০১৭, বৃহস্পতিবার। ২৯ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৪ত(অধিবর্ষে ১৯৫তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭১৩ খ্রিস্টাব্দের এই দিনে গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে স্কটিশ সংস্কার আইন পাস হয়।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে ইতিহাস প্রথম বারের মতো লন্ডনে বিড়াল প্রদশর্নী হয়।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতা থেকে প্রকাশিত শক্তিবান পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে নিউইয়র্ক সিটিতে একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় নজিরবিহীন ঘটনা ঘটে। এ সময় ভয়াবহ লুটপাত, খুন, ধর্ষণ সংঘটিত হয়।

জন্ম

১৬০৮ খ্রিস্টাব্দের এই দিনে হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ জন্মগ্রহণ করেন।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে ভাষা শহীদ আবুল বরকত জন্মগ্রহণ করেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ভাষা বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!