ইতিহাসের এই দিনে: ১৯ এপ্রিল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৯ এপ্রিল, ২০১৭, বুধবার। ৬ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৯তম (অধিবর্ষে ১১০তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৫১ সালের এই দিনে দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।

১৫৩৯ সালের এই দিনে জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৭৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের লেক্সিংটন ও কনকর্ড ব্রিটিশদের পরাজেয়ের মাধ্যমে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সূচনা।

১৭৮২ সালের এই দিনে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

১৭৮৩ সালের এই দিনে কংগ্রেসে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘোষণা।

১৮০৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী মিশরের আলেক্সান্ড্রিয়া থেকে পিছু হটে এবং মিশরের কাছে পরাজিত হয়।

১৮৩৪ সালের এই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা।

১৮৩৯ সালের এই দিনে লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ।

১৯১৯ সালের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠা।

১৯৪৮ সালের এই দিনে মায়ানমার জাতিসংঘে যোগদান করে।

১৯৫৪ সালের এই দিনে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত।

১৯৫৪ সালের এই দিনে পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা।

১৯৬০ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিংম্যান রী ক্ষমতাচ্যুত হন।

১৯৬৪ সালের এই দিনে লাওসে ডানপন্থী সামরিক গোষ্ঠীর আন্দোলনে জোট সরকার ক্ষমতাচুত।

১৯৭৫ সালের এই দিনে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উ‍ৎক্ষেপণ করা হয়।

১৯৮২ সালের এই দিনে নাসা প্রথম নারী নভোচারী হিসবে ”সেলি রাইড” এর নাম ঘোষণা করে।

১৯৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলায় “ড্যাভিডিয়ানস ” নামের এক ধর্মীয় সম্প্রদায়ের শিশু, নারীসহ প্রায় ৮০ জন সদস্য নিহত হয়।

১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ওকলোহামায় একটি সরকারি ভবনে সন্ত্রাসীদের ট্রাকবোমা বিস্ফোরণে ১৬৮ জন নিহত।

২০০৫ সালের এই দিনে পোপ দ্বিতীয় জন পলের মুত্যুর পর ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন। তাঁর আসল নাম জোসেফ আলোইস রাতজিঙ্গার।

জন্ম
১৩২০ সালের এই দিনে পর্তুগালের রাজা প্রথম পেদ্রো জন্ম গ্রহণ করেন।

১৯৩১ সালের এই দিনে ফ্রেড ব্রুক্‌স জন্ম গ্রহণ করেন, তিনি মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৩ সালের এই দিনে ডিকি বার্ড জন্ম গ্রহণ করেন, তিনি ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন।

১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন অভিনেতা জাফর ইকবাল।

১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১২৩৬ সালের এই দিনে দিল্লীর সম্রাট ইলতুতমিশের মৃত্যু।

১৮২৪ সালের এই দিনে ইংরেজী সাহিত্যের কবি লর্ড বাইরন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

১৯০৬ সালের এই দিনে বিখ্যাত ফরাসী পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি মৃত্যুবরণ করেন; যিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন এবং সফলতার জন্য  ১৯০৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯১৪ সালের এই দিনে চার্লস স্যান্ডার্স পেয়ার্স মৃত্যুবরণ করেন, তিনি মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক ছিলেন।
১৯৫৮ সালের এই দিনে অনুরূপা দেবী মৃত্যুবরণ করেন, তিনি বাঙালি ঔপন্যাসিক ছিলেন।

১৯৫৮ সালের এই দিনে বিলি মেরেডিথ মৃত্যুবরণ করেন, তিনি ব্রিটিশ ফুটবলার ছিলেন।

১৯৭৪ সালের এই দিনে আইয়ুব খান মৃত্যুবরণ করেন, তিনি পাকিস্তানী সেনাপতি ও রাষ্ট্রপতি ছিলেন।

১৯৮২ সালের এই দিনে বিবর্তনবাদের জনক ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!