ইতিহাসের এই দিনে: ১৯ জুন
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ১৯ জুন, ২০১৭, সোমবার। ৫ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭০তম (অধিবর্ষে ১৭১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৬৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।
১৬২১ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।
১৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।
১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।
১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে আদশুমারি হয়।
১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।
১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।
১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি পেংয়ের সাথে বৈঠক করেন।
জন্ম
১৩০১ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের যুবরাজ মরিকুনির জন্ম।
১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বহুল আলোচিত-সমালোচিত গ্রহন্থ স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদির জন্ম।
মৃত্যু
১৩৫০ খ্রিস্টাব্দের এই দিনে বিশিষ্ট ইসলামী আইনবিদ ও পন্ডিত ফাখরুল মুহাক্বেক্বীন ইন্তেকাল করেন।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ইতিহাসবিদ জন ডালবার্গের মৃত্যু।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের মৃত্যু।