ইতিহাসের এই দিনে: ১ জুন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১ জুন, ২০১৭, বৃহস্পতিবার। ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫২তম (অধিবর্ষে ১৫৩তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৩৩ খ্রিস্টাব্দের এই দিনে অ্যানা বোলেইন (Anne Boleyn) ইংল্যান্ডের রাণী মুকুট গ্রহণ করেন।

১৭৮৫ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স চালু হয়।

১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্ডার ডেভিনসন কর্তৃক মাদ্রাজে জেনারেল পোস্ট অফিস চালু হয়।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক ইস্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশ হয়।

১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের রাজধানী টোকিওতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে গ্রীসে জার্মানির মিত্রপক্ষের শেষ শক্তিশালী ঘাটি ক্রিট দ্বীপের পতন ঘটে।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে অস্পৃশ্য নিরোধ আইন চালু হয়।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে কেব্ল্ নিউজ নেটওয়ার্কের (সিএনএন) সম্প্রচার শুরু হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে জর্জ এইচ ডবি্লউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দান করা হয়।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে নেপালের রাজতন্ত্রের ওপর আঘাত আসে। যুবরাজ দীপেন্দ্র তাঁর পরিবারের সদস্যদের অনেককে গুলি করে হত্যা করেন। এর মধ্যে তাঁর পিতা রাজা বীরেন্দ্র ও মাতা রানি ঐশ্বরিয়াও ছিলেন।

২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, এতে ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।

জন্ম

১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস লেওনারড সাদী কারনোট, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ ও প্রকৌশলী।

১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল গলিন্‌কা, তিনি ছিলেন রাশিয়ান সুরকার।

১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম স্ট্যান্ডিশ নোল্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরিলিন মনরো, তিনি ছিলেন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নার্গিস, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরগান ফ্রিম্যান, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিপ স্টিফেন থর্ন, তিনি আমেরিকান পদার্থবিদ, জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রনি উড, তিনি ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক।

১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাম্বারয়ন এঙ্ককবায়ার, তিনি মঙ্গোলিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাইজেল ডেভিড শর্ট, তিনি ইংরেজ দাবা খেলোয়াড় ও সাংবাদিক।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেইডি কলুম, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান মডেল, ফ্যাশন ডিজাইনার ও প্রযোজক।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলানিস মরিসেটে, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান গায়িকা, গীতিকার, গিটারবাদক, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানটনিটা ডি মার্টিনো, তিনি ইতালিয়ান হাই জাম্পার।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাস্টিন হেনিন, তিনি বেলজিয়ান টেনিস খেলোয়াড়।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিনেশ কার্তিক, তিনি ভারতীয় ক্রিকেটার।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাভিয়ের হার্নান্দেজ বালকাছার, তিনি মেক্সিকান ফুটবলার।

মৃত্যু

০১৯৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গাওযু হান, তিনি ছিলেন চীনা সম্রাট।

০১৯৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ডিডিয়াস জুলিয়াস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৬১৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন টোকুগাওা ইয়েয়াসু, তিনি ছিলেন জাপানি সগুন।

১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন স্বামীনারায়ণ, তিনি ছিলেন আধুনিক হিন্দু ধর্ম সম্প্রদায়ের প্রধান ব্যক্তি।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস-নিকোলাস ডাভোউট, তিনি ছিলেন ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৪২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিট হেয়ার, তিনি ছিলেন বঙ্গে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লেসলি হাওয়ার্ড, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আয়ন আন্টোনেস্কু, তিনি ছিলেন রোমানীয় মার্শাল, রাজনীতিবিদ ৪৩ তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্টিন আন্ডেরসেন নেক্স, তিনি ছিলেন ডেনিশ লেখক।

১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হেলেন কেলার, তিনি ছিলেন প্রতিবন্ধী শিক্ষার উদ্যোক্তা, অন্ধ ও বধির লেখিকা।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন তফাজ্জল হোসেন মানিক মিয়া, তিনি ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়েরনের ফরসম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রজেন দাস, তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন হানসি ক্রনিয়ে, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

২০১৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ সিরাজুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক, কলামিস্ট ও বিবিসি বাংলা বিভাগে সঙ্গে ৩৪ বছর কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!