২য় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান, সরিয়ে নেয়া হচ্ছে ৭০ হাজার লোককে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত ব্রিটিশ বোমার সন্ধান পাবার পর ফ্র্যাঙ্কফুর্ট শহর থেকে প্রায় ৭০ হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে জার্মান পুলিশ। বিবিসির সংবাদ।
যুদ্ধের পরে জার্মানিতে এটিই হবে সবচেয়ে বড় ধরনের নিরাপত্তামূলক অভিযান।
জানা গেছে, বোমাটির ওজন ১.৪ টন। পুরো রাস্তাকে উপড়ে ফেলতে সক্ষম, যুদ্ধকালীন এ ব্রিটিশ বোমাটি ‘ব্লকবাস্টার’ নামে পরিচিত ছিল। গ্যাটে ইউনিভার্সিটির কাছে মাটির নিচে বোমাটি পাওয়া যায়।
এ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং হাসপাতালগুলোকেও সরানো হবে বলে জানা গেছে।
পুলিশ জানায়, এটি ব্রিটিশ বাহিনীর বিমান হামলায় ব্যবহৃত এইচসি ৪০০০ প্রকারের বোমা।
পুলিশ কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন। তারা জানাচ্ছেন, এখন পর্যন্ত বিপদের কোন আশঙ্কা নেই।
বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা বোমাটি পরীক্ষা করে বলেছেন যে, লোক সরিয়ে নেয়ার জন্য সপ্তাহান্ত পর্যন্ত অপেক্ষা করা যায়।
ফ্রাঙ্কফুর্ট পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা এখনও লোক সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি।
জার্মানিতে এর আগেও অনেকবার অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গিয়েছিল। গত শনিবারেও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কবলেনযে এরকম একটি বোমার সন্ধান পাওয়া গেলে ২০ হাজার লোক সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ।
গত মে মাসেও তিনটি ব্রিটিশ বোমা নিষ্ক্রিয় করার সময় হ্যানোভার শহরে ৫০ হাজার লোককে তাদের ঘর থেকে জোরপূর্বক সরিয়ে নেয়া হয়েছিল।