টাঙ্গাইলের জেলা প্রশাসকের বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্মানাধীন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডভুক্ত সর্বোচ্চ মিনারের পৃথিবীর অদ্বিতীয় সর্ববৃহৎ ঐতিহ্যবাহী কালজয়ী ২০১ গম্বুজ বিশিষ্ট দক্ষিন পাথালিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
গতকাল মঙ্গলবার বিকালে গোপালপুর উপজেলার দিনব্যাপি কর্মসূচি পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি এ মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদটির প্রতিষ্ঠাতা নির্মাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টিকারি সৌন্দর্যময় নান্দনিক কারুকাজে সুসজ্জিত চমকপ্রদ মহান আল্লাহ্’র এ মহিমান্বিত ঘরটি বাংলার ইতিহাসের পাতায় অনন্ত কালের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সম্পূর্ণ গ্রামীণ মনোরম পরিবেশে মসজিদটি নির্মাণ করা হচ্ছে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে। বাংলার জমিনে অকল্পনীয় মসজিদটি নির্মাণ করে অতিতের সকল নির্মাতাদের রেকর্ড ভেঙ্গে বিশ্বের বুকে নতুন এক নজিরবিহীন বিরল ইতিহাস গড়তে যাচ্ছেন অত্র গ্রামের সুযোগ্য কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, বাংলার অহংকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারি ইউনিয়ন ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন এর সুদীর্ঘ ৪৩ বছর একটানা সভাপতি (সিবিএ) এবং জাতীয় শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর-মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। পৃথিবীর বুকে সুন্দরতম, সর্বাধিক গম্বুজ বিশিষ্ট, সৌসাদৃশ্য, চিত্তাকর্ষক ও আলোচিত এবং আকর্ষণীয় বৃহৎ মসজিদ গুলোর মধ্যে এটি সর্বোচ্চ রেকর্ড সৃষ্টিকারি ঐতিহাসিক ২০১ গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ কমপ্লেক্স। এত বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ বিশ্বের আর কোথাও নেই। ঐতিহ্যবাহী এ মসজিদটির উদ্বোধনের সময় গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান মসজিদ কর্তৃপক্ষ।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, সহকারি কমিশনার (ভূমি) আহম্মদ আলী, অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবীদ, পুলিশ প্রশাসন ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।