ইতিহাসের এই দিনে: ২৩ আগস্ট

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৩ আগস্ট, ২০১৭, বুধবার। ৮ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৫(অধিবর্ষে ২৩৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৩৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপস সিংহাসনে অভিষিক্ত হন।

১৬১৭ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে প্রথম ওয়ানওয়ে চালু হয়।

১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়ন মিশর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।

১৮২১ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে।

১৮৬৬ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়ার মধ্যে প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে রোমানিয়ার সামরিক শাসক উৎখাত।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষে মস্কো-ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

১৭৪০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রুশ সম্রাট ষষ্ঠ আইভান।

১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন দার্শনিক হেগেল।

১৭৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন কোবি ব্রায়ান্ট, একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন প্রত্যয় খান, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

মৃত্যু

১৮০৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!