ইতিহাসের এই দিনে: ২৩ মে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ২৩ মে, ২০১৭, মঙ্গলবার। ৯ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩তম (অধিবর্ষে ১৪৪তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৩০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
১৫৬৪ খ্রিস্টাব্দের এই দিনে নেদারল্যান্ডস তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৬১৮ খ্রিস্টাব্দের এই দিনে চেকের প্রোটেস্টান খৃষ্টানরা হোলি রোমান এমপ্যায়ার নামে পরিচিত রোমের ক্যাথলিক খৃস্টান সম্রাট ২য় ফ্রেডারিকের দুজন দূতকে হত্যা করে।
১৭৮৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।
১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইটালি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার ব্যাংক ডাকাত বনি্ন এবং ক্লিড পুলিশের অ্যামবুশে নিহত হয়েছিল।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন।
১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রী প্রদান করা হয়।
জন্ম
১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি টমাস হুড জন্মগ্রহণ করেন।
১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার সাংবাদিক ও নারীবাদী মার্গারেট ফুলারের জন্মগ্রহণ করেন।
১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ নারীবাদী ইসাবেলা ফোর্ডের জন্মগ্রহণ করেন।
১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে রোমানীয় কবি তুদোর আর্গেজি জন্মগ্রহণ করেন।
১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯১১) সুইডিস কবি পার ল্যাগেরকভিস্ত জন্মগ্রহণ করেন।
১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে কবি সানাউল হক জন্মগ্রহণ করেন।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে বার্নার্ড কম্রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন এর জন্ম।
মৃত্যু
১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ মৃত্যুবরণ করেন।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়েজীয় নাট্যকার ও কবি হেনরিক ইবসেন মৃত্যুবরণ করেন।
১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে প্রত্মতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেভিড রকফেলার মৃত্যুবরণ করেন।
২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে রিপাবলিক অব কোরিয়ার ১৬তম প্রেসিডেন্ট রহ-মু-হিয়ানের মৃত্যু।