ইতিহাসের এই দিনে: ২৬ জুলাই

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৬ জুলাই, ২০১৭, বুধবার। ১১ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৭(অধিবর্ষে ২০৮তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৪৭ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।

১৮৭৬ খ্রিস্টাব্দের এই দিনে রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।

১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে এপোলো ১১ অভিযানের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

জন্ম
১৮৪২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।

১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার।

১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং।

১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু

১৫৩৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আটাওয়ালপা, ইনকা সম্রাট।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।

১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

২০০০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!