স্বাস্থ্য কেন্দ্রে ৩৩ বছর পর বাচ্চা প্রসব!
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৩৩ বছর পর নবজাতকের জন্ম হয়েছে।
আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে রিনা আক্তার নামের এক গর্ভবতী মায়ের ফুটফুটে এক মেয়ে জন্ম হয়।
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই ডেলিভারি হওয়ায় নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছে।
এ বিষয়ে ইউনিয়নের প:প: পরিদর্শক জিয়াউর রহমান বলেন,এখন থেকে ২৪ ঘন্টা এখানে গর্ভবতী মায়ের সেবা দেওয়া ও ডেলিভারি করানো হবে।
এই বিষয়ে ল্যাম্প প্লান শো প্রজেক্টের ফিল্ড কোর্ডিনেটর অরুণ কুমার দাস জানান, মা ও শিশু মৃত্যুহার কমনোর জন্য সরকারের পাশাপাশি আমরা সহযোগিতা করে যাচ্ছি।
এলাকাবাসী আনন্দের সহিত জানান, আগে কখনো এখানে ডেলিভারি হয়নি। এই প্রথম হওয়ায় আমরা খুব খুশি।
নবজাতকের মা রিনা আক্তার জানান,এখন আমি সম্পুর্ন ভাবে সুস্থ। কোন প্রকার অসুবিধা বোধ হচ্ছে না।
নরমাল ডেলিভারি হওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা সবাই খুশি।