ইতিহাসের এই দিনে: ৩ আগষ্ট

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৩ আগষ্ট, ২০১৭, বৃহস্পতিবার। ১৯ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৫(অধিবর্ষে ২১৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১০৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।

১৪৯২ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলোম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।

১৪৯২ খ্রিস্টাব্দের এই দিনে স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।

১৭৯৫ খ্রিস্টাব্দের এই দিনে গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।

জন্ম

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিন।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ।

মৃত্যু

১২৭২ খ্রিস্টাব্দের এই দিনে সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।

১৪৬০ খ্রিস্টাব্দের এই দিনে স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।

১৭২১ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী গিনলিং গিবনস।

১৮৪৬ খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশিষ্ট ঐতিহাসিক ও বিচারপতি সৈয়দ আমীর আলী।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!