টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যপী র্যাগ ডের উদ্বোধন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ”চিত্ত হয়েছে মত্ত এবার, বার সেজেছে বৃত্ত” গানকে সামনে রেখে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (বৃত্ত-১২) তিন দিন ব্যপী কেন্দ্রীয় র্যাগ ডের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় প্রসাশনিক ভবনের সামনে কেক কেটে র্যাগ ডের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে শেষ হয়।
এসময় কেন্দ্রীয় র্যাগডে উদযাপন কমিটির আহবায়ক দেওয়ান মাহবুব রহমানসহ সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।